বিজ্ঞাপন

এফবিআই এর সমালোচনায় ট্রাম্প

February 18, 2018 | 4:51 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত নিয়ে ফেডারেল তদন্ত  ব্যুরোর (এফবিআই) সামালোচনা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, বিষয়টি তদন্তে এফবিআই অনেক বেশি সময় ক্ষেপণ করছে।

রোববার ট্রাম্পের করা টুইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এফবিআইকে উদ্দেশ্যে করে ট্রাম্প বলেন, কারও সঙ্গে যোগসাজসের ঘটনা ঘটেনি। আপনারা নিজেদের মৌলিক কাজের দিকে মনোনিবেশ করুন এবং আমাদের সকলকে ধন্য করুন।

বিজ্ঞাপন

২০১৬ সালের নির্বাচনকে প্রভাবিত করার দায়ে ১৩ রুশ নাগরিক ও তিন প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে এফবিআই।

ওই টুইটে তিনি ফ্লোরিডার স্কুল শ্যুটিংয়ের ঘটনায় এফবিআই এর কর্মকাণ্ড নিয়ে প্রশ্নও তোলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শ্যুটিংয়ের আগে এফবিআই কোনো ধরণের সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, বুধবার ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৭ জন নিহত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন