বিজ্ঞাপন

অস্ত্র ও গুলিসহ দুই ইউপিডিএফ সদস্য আটক

December 14, 2019 | 7:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: খাগড়াছড়ির সদর উপজেলা থেকে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদ বইসহ পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এরা হলেন— সদর উপজেলার পল্টন জয়পাড়া গ্রামের সুনীল রোয়াজার ছেলে পল্লীময় ত্রিপুরা (৩৪) ও মহালছড়ি উপজেলার মাইসছড়ি নোয়াপাড়ার অজিত কুমার চাকমার ছেলে নিতু চাকমা (৩৫)।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পেরাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, কয়েকজন ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা পেরাছড়া এলাকায় চাঁদাবাজি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছে দু’টি পিস্তল, দু’টি ম্যাগজিন, তিনটি অ্যামোনিশন, চাঁদা আদায়ের তিনটি রশিদ বই পাওয়া গেছে। এসময় তাদের মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও মোবাইল নম্বর সম্বলিত নোটবুকও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আবদুর রশিদ আরও বলেন, পল্লীময় ত্রিপুরা ও মিতু চাকমা ইউপিডিএফ-এর (মূল) সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরূদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হবে।

সারাবাংলা/এটি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন