বিজ্ঞাপন

‘জিজ্ঞাসাবাদে কারও নাম আসা মানেই তিনি অপরাধী নন’

December 14, 2019 | 8:59 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সঙ্গে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা জড়িত থাকার তথ্য তদন্তে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে কেউ নাম বললেই তিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।’

বিজ্ঞাপন

শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচন নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনআইডি জালিয়াতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করে গেছে। আরও একটা টিম আসার কথা রয়েছে। যারা ইনভেস্টিগেশন করে গেছেন তাদের তদন্তে কোনো কর্মকর্তার নাম আসেনি। পরবর্তীতে আরও একটি টিম আসবে। আরও তদন্ত হবে।’

‘আমি তো বলেছি কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কারও নাম বলতেই পারে। নাম এলেও সে আসলে জড়িত কিনা সেটা ইনভেস্টিগেট করা উচিত। কেউ একটা নাম বলল আর সঙ্গে সঙ্গে সে ওই অপরাধের সাথে সম্পৃক্ত এ ধরণের ধারণা করা ঠিক হবে না’, বলেন কবিতা খানম।

বিজ্ঞাপন

ইতোমধ্যে গ্রেফতার হওয়া কর্মচারীদের বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘ডাটা এন্ট্রি অফিসার লেভেলের যারা আমাদের স্থায়ী কর্মচারী না, তারা কেউ কেউ গ্রেফতার হয়েছেন, মামলাও হয়েছে, কিছু প্রমাণও পাওয়া গেছে। ডাটা এন্ট্রি অপারেটররা যেহেতু এসব কাজ করে এবং আমরা তাদের চিহ্নিত করতে পেরেছি। সবাই যে সম্পৃক্ত তা বলব না। তবে সব জায়গায় কিছু কিছু কর্মচারী থাকে যারা এসবের সাথে যুক্ত। এটা অলরেডি আইডেনডিফাইড। অনেক বড় টিম না হলে তাদের পক্ষে একা একা করা সম্ভব না। তার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা কঠিন হবে না।’

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এটি উপ-নির্বাচন হলেও জাতীয় সংসদ নির্বাচনে যতটুকু গুরুত্ব দেওয়া হয় সেখানে ততটুকু মনোযোগ থাকবে। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তাদের কাজের ডিজাইন করবেন নির্বাচন কমিশনও তাদের সেভাবে অনুমতি দেবে। আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং নির্বাচন সুসম্পন্ন করতে পারে সেরকম নির্দেশনায় থাকবে।’

নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে এবারে ইভিএম এ ভোট হবে। এ প্রসঙ্গে জনসাধারণকে সম্পৃক্ত করতে ওই এলাকায় মব ভোটের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা, বিজিবি চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মুনির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেড এম শরীফ হোসেন, আনসার-ভিডিপির পরিচালক ও জেলা কমাডেন্ট মোহাম্মদ সাইফুজ্জামান, সিএমপি উপ-পুলিশ কমিশনার মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন