বিজ্ঞাপন

‘বিসমিল্লা’ মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হল ‘দুই বাংলার নাট্যমেলা’

December 15, 2019 | 11:02 pm

এন্টারটেনমেন্ট করেসপন্ডেন্ট

১৬ বছর ধরে একে একে ১০টি নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতায় সমৃদ্ধ ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল। এবছর আয়োজন করে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’। ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপি এ নাট্যমেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনার প্রদর্শনী হয়।

বিজ্ঞাপন

৬ ডিসেম্বর নাট্যমেলায় উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক আসাদুজ্জামান নূর (এমপি), প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশস্থ ভারতীয় দুতাবাসের হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘‘থিয়েটারের সংকট- দর্শক না ভালো নাটক’’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করেন হাসান শাহরিয়ার এবং মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার, রহমান রাজু। এ আলোচনায় সভাপতি হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ এবং সঞ্চালক হিসাবে ছিলেন অনন্ত হিরা।

বিজ্ঞাপন

একই দিন সন্ধ্যা ৬টায় প্রদান করা হয় ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা ২০১৯’। সম্মাননা প্রদান করা হয় নাট্যযোদ্ধা মামুনূর রশীদের সহধর্মিনী গওহর আরা চৌধুরী, নাট্যযোদ্ধা আতাউর রহমানের সহধর্মিনী শাহিদা রহমান এবং নাট্যযোদ্ধা লিয়াকত আলী লাকীর সহধর্মিনী কৃষ্টি হেফাজ কে।

নাট্যমেলার শেষ দিন মঞ্চায়িত হয়েছে দিল্লির গ্রীণ রুম থিয়েটারের দর্শক নন্দিত নাটক বিসমিল্লা। সুমনা কাঞ্জিলাল’র রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অঞ্জন কাঞ্জিলাল। এই নাটকটি মূলত আজ থেকে একশ বছর আগের থিয়েটারের মানুষদের নিয়ে। কিছু আবেগ, কিছু স্বার্থ, কিছু প্রেম আর কিছু আত্মত্যাগ- যার নাম ‘বিসমিল্লা’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি/

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন