বিজ্ঞাপন

২০ ডিসেম্বর থেকে ‘অপারেশন সুন্দরবন’

December 18, 2019 | 5:17 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

দীপংকর দীপনের দ্বিতীয় চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর থেকে। সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ নামক এলাকায় হবে ছবিটির প্রথম লটের শুটিং। নতুন বছরের ৫ জানুয়ারি পর্যন্ত একটানা ওই এলাকায় শুটিং চলবে।

বিজ্ঞাপন

অপারেশন সুন্দরবনকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ডলাইফ অ্যাকশন থ্রিলার। এটি নির্মিত হচ্ছে জলদস্যু নির্মূলে সুন্দরবনে র‍্যাবের অভিযান নিয়ে। প্রযোজনায় রয়েছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ ও নুসরাত ফারিয়া। সিয়াম, রোশান ও রিয়াজ র‍্যাব কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। এজন্য তারা র‍্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষন নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করবেন একজন বাঘ গবেষক হিসেবে। তাদের সাথে আরও আছেন ঢাকা এটাকখ্যাত তাসকিন রহমান।

ছবিটি শুরুর আগে এক বছরের অধিক সময় ধরে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও তার টিম। ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

বিজ্ঞাপন

দীপংকর দীপন পরিচালিত প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এছাড়া একই পরিচালকের আরেক ছবি ‘ঢাকা ২০৪০’ নির্মাধীন রয়েছে।

সারাবাংলা/এজেডএস/পিএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন