বিজ্ঞাপন

স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণকারীদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সংবর্ধনা

December 18, 2019 | 9:09 pm

স্পোর্টস ডেস্ক

আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকের এবারের আসরে অংশ নেয় বাংলাদেশ দল। ২০১৯ সালের এই অলিম্পিকে বাংলাদেশ থেকে ১৩৯জন সদস্য অংশগ্রহণ করেন। আবুধাবি থেকে ২২টি স্বর্ণ সহ মোট ৩৮টি পদক নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। বাংলাদেশের এমন সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সংবর্ধনা দেওয়া হয় প্রতিযোগীদের। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব জনাব মো: আখতার হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো: জাহিদ আহসান রাসেল এমপি স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস-২০১৯ এ অংশ গ্রহণকারী পদক বিজয়ীদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন।

আবুধাবি থেকে এবারের স্পেশাল অলিম্পিক থেকে ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ জয় করেন ১৩৯জন প্রতিযোগী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অলিম্পিক গেমসে অসাধারণ নৈপুণ্যে আমরা অনেক গর্বিত। আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার বিশ্বাস প্রতিযোগিরা সামনে আরও ভালো করবে।‘

স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট খেলার কোনো জায়গা নেই সেই সঙ্গে নেই কোনো আধুনিক কমপ্লেক্সও। এ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রতিযোগীদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা সদা প্রস্তুত। এটা সত্য যে তাদের নির্দিষ্ট খেলার কোনো মাঠ নেই। আর এই কারণেই আমরা জাতীয় সংসদ ভবনের পাশে খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টি নন্দন কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশাও চূড়ান্ত করে ফেলেছি।‘

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিবারই স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করে থাকেন এবং নিজেই তাদের গনভবনে সংবর্ধনা দিয়ে থাকেন। তাঁর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে প্রশংসনীয় কাজ করছেন। ইতোমধ্যে তিনি সারাবিশ্বে এ ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাঁকে ও তাঁর এ মহতী কর্মকান্ডের জন্য অভিনন্দন জানাই।‘

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন