বিজ্ঞাপন

‘সব দলকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের’

December 7, 2017 | 9:13 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব দলকে নির্বাচন আনার দায়িত্ব সরকারের। এ দায় তারা এড়াতে পারে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে আসা, না আসা রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত। কোনো দলকে নির্বাচনে আনার জন্য সরকার খোশামদ করবে না সরকার। গত নির্বাচন যারা বয়কট করেছে, এবার তাদেরকে নাকে খত দিয়ে নির্বাচনে আসতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে নাকে খত দিয়ে নির্বাচনে আসার প্রশ্নই ওঠে না। বরং সব দলকে নির্বাচনে নিয়ে আসা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।

এর আগে গুলশান কার্যালয়ে সফররত চীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফররত চীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে এসেছে। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক অর্থনৌতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম।

সারাবাংলা/এজেড/টিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন