বিজ্ঞাপন

এলিট ক্লাবে ঢুকে গেলেন পকিস্তানের আবিদ

December 21, 2019 | 7:46 pm

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করে এলিট ক্লাবে নিজের নাম লেখালেন পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলি। করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে (২১ ডিসেম্বর) দেখা পেলেন এই অনাবদ্য অর্জনের।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে প্রথম এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে নবম ব্যাটসম্যান তিনি, যিনি কিনা ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন।

অভিষেক টেস্টেই করেছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেবার আউট হয়েছিলেন ১০৯ রানে। তবে এবার নিজের সেরাটাই ছাড়িয়ে গেলেন নিজেই। ১৭৪ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

এর আগে ১৯৮৪ সালে অভিষিক্ত ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই করেছিলেন সেঞ্চুরি।

বিজ্ঞাপন

এলিট ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফর্ড, ডগ ওয়াল্টার্স এবং গ্রেগ ব্লিওয়েট, ভারতের সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরন এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম।

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন