বিজ্ঞাপন

ম্যাজিশিয়ানের বাজে রেকর্ড আরও দীর্ঘায়িত হবে

February 19, 2018 | 3:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে বার্সেলোনার রেকর্ডটা মোটেও ভালো নয়। গত সাত সাক্ষাতে ব্লুজদের বিপক্ষে একবারও জেতেননি কাতালানরা। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে, চেলসি জিতেছে দুটিতে। ইংলিশ দলটির বিপক্ষে মেসির রেকর্ডটাও খুব বাজে। গত আট সাক্ষাতে চেলসির জাল খুঁজে পাননি আর্জেন্টাইন তারকা। কোনো দলের বিপক্ষে গোল পেতে এত ম্যাচ খেলতে হয়নি মেসিকে।

চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে বার্সার মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়নরা।

২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। দুই লেগ মিলিয়ে ২-৩ গোলে হারতে হয় স্পেনের দলটিকে। এপ্রিলে প্রথম লেগে ১-০তে জয় পায় চেলসি। ছয়দিন পর দ্বিতীয় লেগে ২-০তে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় আসে ইংলিশ দলটি। প্রায় শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েও মিস করেন বার্সার সবচেয়ে নির্ভরযোগ্য সদস্য মেসি।

বিজ্ঞাপন

ম্যাজিশিয়ান মেসির এই বাজে রেকর্ড আরও দীর্ঘায়িত হবে বলে আশা ইংলিশ কোচের। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও আর্জেন্টাইন তারকাকে গোল বঞ্চিত রাখতে আশাবাদী ইংলিশ ক্লাবটির কোচ অ্যান্তোনিও কন্তে, ‘আমি আশা করি এই ম্যাচেও মেসিকে গোল বঞ্চিত রাখবো। মেসি কিন্তু অসাধারণ একজন খেলোয়াড়। তার প্রতি আমাদের অবশ্যই অনেক সম্মান থাকতে হবে। মেসিকে গোল বঞ্চিত রাখা মোটেই সহজ হবে না। সে বিশ্বেসেরা একজন ফুটবলার।’

বার্সা-চেলসি ম্যাচকে কঠিন বলেই মানছেন কন্তে, ‘এই ধরনের ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে। আমরা অবশ্যই রোমাঞ্চিত। আমরা মাঠে যথাযথ পরিকল্পনা করেই নামবো। একসঙ্গে কাজ করতে হবে আর দলগত পরিশ্রমের বিকল্প নেই। মেসিকে থামাতে চেষ্টা করবো, পাশাপাশি শুধু তাকে নিয়েই পড়ে থাকলে চলবে না। মেসিকে ম্যান-মার্কিং করলে সেটা বিপদজনকও হতে পারে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন