বিজ্ঞাপন

শেষ হচ্ছে ‘আনন্দ অশ্রু’

January 3, 2020 | 5:13 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

‘আনন্দ অশ্রু’র শুটিং শেষ হয়ে মুক্তির কথা ছিলো গত বছরেই। কিন্তু নানাবিধ সমস্যার কারণে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তা পারেননি। অবশেষে তা শেষ হতে যাচ্ছে। শুটিং ইউনিট শুক্রবার যাচ্ছে কিশোরগঞ্জে। সেখানেই হবে শেষ অংশের চিত্রধারণ।

বিজ্ঞাপন

‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয়েছিলো ২০১৮ সালে। একই নামে সালমান-শাবনূরের জনপ্রিয় একটি ছবি থাকলেও দুটির কাহিনি ভিন্ন।

মোস্তাফিজুর রহমান মানিক শুক্রবার সকালে সারাবাংলাকে বলেন, ‘আমরা কিশোরগঞ্জের নিকলিতে যাচ্ছি। ওখানে ৪ দিনের মত থাকবো।  দুটি গানের শুট করবো—একটি রোমান্টিক, আরেকটি বাউল গান।’

রোমান্টিক গানটির শুটিং আগে হবে। এতে অংশ নিবেন ছবির প্রধান অভিনয়শিল্পী মাহিয়া মাহি ও সাইমন। অপর গানটিতে অংশ নিবেন আলীরাজ।

বিজ্ঞাপন

মানিক জানালেন, এরপর ছবির কোন প্রকার শুটিং বাকি থাকবে না। তার ভাষায়, অফিশিয়ালি সব শুট শেষ হয়ে যাবে। সম্পাদনার পর যদি কোন ‘প্যাচ ওয়ার্ক’ বের হয় তাহলে হয়তো করতে হবে। আশা করছি লাগবে না।

‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

মোস্তাফিজুর রহমান মানিক ২০১৮ সালে ‘সেরা পরিচালক’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘জান্নাত’র জন্য। ছবিটি মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন