বিজ্ঞাপন

৭ ঘণ্টা আন্দোলনে ১৭তম জন্মদিন উদযাপন গ্রেটার

January 4, 2020 | 11:57 am

পরিবেশ ও জলবায়ু ডেস্ক

নিজের জন্মদিনটা প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেই পালন করলেন টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি পাওয়া গ্রেটা থুনবার্গ। শুক্রবার ( ৩ জানুয়ারি) ১৭ বছরে পা দেন এই সুইডিশ পরিবেশকর্মী।

বিজ্ঞাপন

গ্রেটা থুনবার্গ ‘ফ্রাইডেস ফর ফিউচার’ স্লোগানে প্রতি শুক্রবার পরিবেশ আন্দোলন করে আলোচনায় আসেন। গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম সাধারণ অধিবেশনেও এ বিষয়ে জোরাল বক্তব্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।

জন্মদিনের শুক্রবারটিও স্টকহোমে সুইডিশ পার্লামেন্টের বাইরে ৭ ঘণ্টা আন্দোলন করেছেন তিনি। গ্রেটা বলেন, জন্মদিন পালনের মতো মেয়ে আমি নই। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আমি রীতিমতো আন্দোলন করব। এরপর বাড়ি ফিরে যাব।

তিনি আরও বলেন, আজ কোনো বার্থডে কেক নেই। তবে বাড়িতে ডিনারের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেটা বিগত দুই বছর ধরে পরিবেশ আন্দোলন করে যাচ্ছেন। সচেতনতা তৈরি করতে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন, সভা-সমাবেশে যোগ দেন। তবে তিনি বিমানপথে যাতায়াতে তার অনীহা রয়েছে। পরিবেশ রক্ষায় প্রতিবাদ স্বরূপ তার এই পদক্ষেপ।

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন