বিজ্ঞাপন

ঢাবির ওই শিক্ষার্থীর চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড

January 6, 2020 | 1:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন জানান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালমা রউফকে প্রধান করে ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ীই এখন থেকে মেয়েটির চিকিৎসা চলবে।

মেয়েটিকে মানসিকভাবে শক্ত করে তোলাই প্রধান কাজ: ঢাবি ভিসি

এর আগে, রোববার গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওসিসি সূত্রে জানায়, ছাত্রীকে ধর্ষণের সব আলামত পাওয়া গেছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো নেই।

উল্লেখ্য, শেওড়ায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ে বাস থেকে ভুল করে কুর্মিটোলায় নেমে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আশপাশেই ধর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন