বিজ্ঞাপন

ম্যানচেস্টার থেকে ২৯৭ যাত্রী নিয়ে ওসমানীতে নামলো ‘সোনার তরী’

January 7, 2020 | 4:10 am

ঢাকা: যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ২৯৭ জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিমানের ফ্লাইট বোয়িং-৭৮৭ ‘সোনার তরী’।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। এর আগে রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ রুটে বিমানের ফ্লাইট উদ্বোধন করেন।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ২৯৮ যাত্রী ধারণ ক্ষমতার বিমানটি ২৯৭ জন যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ২৮৫ জনই সিলেটের এবং অন্যরা ঢাকার।

বিমানটি পরে সিলেট থেকে ঢাকায় যায়। প্রতি সপ্তাহে তিনদিন (সোম, বুধ, শুক্রবার) সিলেট রুটে বিমান চলাচলে করবে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। ম্যানচেস্টার রুটে বিমান ফ্লাইট চালুর বিষয়টি ছিল তাদের অনেক দিনের আকাঙ্খা। এটি বিমানের ১৭তম রুট।

কতৃপক্ষ জানিয়েছে, বিমানে সংযোজন হওয়া বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। বিমানের মোবাইল অ্যাপ ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন সব গন্তব্যের টিকিট। সূত্র: বাসস

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন