বিজ্ঞাপন

টেসলা কারখানা চায় পাকিস্তান

January 8, 2020 | 3:27 pm

তথ্যপ্রযুক্তি ডেস্ক

পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসাইন জানিয়েছেন, পাকিস্তান তাদের ভূ খন্ডে টেসলার কারখানা চায়। টেসলার কর্ণধার এলন মাস্ককে উদ্ধৃত করে ফাওয়াদ চৌধুরি এক টুইটার বার্তায় জানিয়েছেন, বিশ্বের মোট জনসংখ্যার ৬৮% বসবাস করেন পাকিস্তান থেকে সাড়ে তিন ঘন্টার বিমানের দূরত্বে। তাই পাকিস্তানই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। খবর আল এরাবিয়া।

বিজ্ঞাপন

শুধুমাত্র টুইটার বার্তাই নয়, টেসলার মূল অফিসেও একটি প্রস্তাব দাখিল করেছে পাকিস্তান সরকার। সেই প্রস্তাবে দশ বছরের জন্য টেসলাকে শুল্ক ও করমুক্ত শর্তে কারখানা স্থাপনের কথা উল্লেখ করেছে পাকিস্তানের সরকার।

মন্ত্রী ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম ফ্রিল্যান্স সফটওয়্যার রপ্তানীকারক দেশ। এছাড়াও পাকিস্তানের প্রশিক্ষিত জনগোষ্ঠি এবং অবকাঠামো থেকে টেসলার নেওয়ার মতো অনেক কিছু রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রভাবশালী ফোর্বস পত্রিকা পাকিস্তানকে চতুর্থ দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্স মার্কেট হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন