বিজ্ঞাপন

দুই ঘণ্টা আগেও দল জানতে পারেননি বিসিবি সভাপতি!

February 20, 2018 | 8:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

হঠাৎ করেই যেন প্রবল একটা ঝাপটায় এলোমেলো বাংলাদেশের ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজ, টেস্টের পর টি-টোয়েন্টি সবখানেই বাংলাদেশ দল যেন ছন্নছাড়া। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। তবে যা হয়েছে, এরপর আর চুপ করে থাকার সময় নেই, সেটি জানিয়ে দিয়েছেন অকপটেই।

চন্ডিকা হাথুরুসিংহে বিদায়ী সাক্ষাতের জন্য যেদিন বাংলাদেশে এসেছিলেন, সেদিনই মাশরাফি-সাকিব-মুশফিকের সঙ্গে বসেছিলেন বিসিবি সভাপতি। পরে আরেকবার বসেছিলেন নিজের বেক্সিমকো কার্যালয়ে, শ্রীলঙ্কা সিরিজে যে কোচের দায়িত্বটা সিনিয়ররা পালন করবেন তা তখনই নিশ্চিত করেছিলেন। সেটা কতটুকু পালন করতে পেরেছেন, শ্রীলঙ্কা সিরিজের পর এই প্রশ্ন উঠেই যাচ্ছে। নাজমুল হাসানও জানিয়ে দিয়েছেন, এখন আর ওই সুযোগটা থাকছে না।

পাপন জানালেন, ‘সিনিয়ররা বলেছিল, এই সিরিজে কোচ দরকার নেই, নিজেরাই হ্যান্ডল করতে চায় । তখন সবার কথা শুনে আমি রাজি হই। ভেবেছিলাম এবার ওরাই খেলুক। ওই পিরিয়ড শেষ, এখন আবার আগের মতো চলবে ।’

বিজ্ঞাপন

কিন্তু এই কদিনে এমন কী হয়েছে, সাজানো সংসারে এমন অশান্তির আগুন? নাজমুল হাসান এরপর যা বললেন, তাতে টিম ম্যানেজমেন্টের কাজের ধারা নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে। টি-টোয়েন্টি সিরিজের সময় তিনি দেশের বাইরে ছিলেন। জানিয়েছেন, একটা ঘটনার পর আগে আসার পরিকল্পনা বাদ দিয়েছেন।

‘আমি আসতে পারতাম অন্তত আরও পাঁচদিন আগে। এই জিনিস আমার পক্ষে দেখা সম্ভব না। ফার্স্ট টি-টোয়েন্টির আগের রাতে আমাকে স্কোয়াড বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ বিকেল পাঁচটায়, তিনটায় আমি স্কোয়াড কি হয়েছে জিজ্ঞেস করেছি। কিন্তু কেউ বলতে পারেনি। এরপর আর কিছু বোলার থাকে না। এরপরেই আমি আসার পরিকল্পনা বাদ দিয়েছি। যেহেতু কথা দিয়েছি, এই সিরিজটা ওদের মতো খেলতে দেব, সেই কথা রেখেছি। কিন্তু এখন আর চুপ করে বসে থাকা সম্ভব না।’

বিশেষ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারটাই তিনি এখনো মেনে নিতে পারছেন না, ‘আমি দেশে ছিলাম না, কিন্তু ফাইনাল দেখেছি। ফাইনাল দেখে মনটা বেশি খারাপ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছিল না আমরা শ্রীলঙ্কার সাথে ২২০ রানও করতে পারব না। ওদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি সমস্যাটা কোথায়। ওদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি। সামনে বড় একটা চ্যালেঞ্জিং ট্যুর আছে, সময় খুব কম। এসব নিয়ে আলোচনা করছি। ’

বিজ্ঞাপন

নিদাহাস ট্রফির আগের আগে বাংলাদেশের প্রস্তুতি তাহলে কী হবে? নাজমুল হাসান জানালেন, পরশু থেকেই পেসারদের নিয়ে ক্যাম্প শুরু করবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ‘ক্যাম্প ২৪ বা ২৮ তারিখের ডাকার প্ল্যান ছিল। আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট নয়। ওখানে আমরা শ্রীলঙ্কার মাঠে খেলব, ওটা আরও বেশি কঠিন হওয়ার কথা। ভারত আছে দুর্দান্ত ফর্মে। এরকম শক্তিশালী দলের সাথে এরকম গা ছাড়া ভাবে হবে না, ঘুরে দাঁড়াবার চেষ্টা করতে হবে। আমি ওয়ালশকে বলেছি ১৪ জন পেসারকে পরশু থেকে ক্যাম্পে ডাকতে। প্রিমিয়ার ডিভিশনে যারা খেলছে, তারা আসবে। কয়েকজন ব্যাটসম্যানকেও আমরা ডাকব, যাদের মনে করছি উন্নতি করা যেতে পারে। পরশু থেকেই ক্যাম্প শুরু হচ্ছে একডেমিতে, যেদিন খেলা আছে সেদিন ছেড়ে দেওয়া হবে, ক্লাবের অসুবিধা হবে না। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ক্যাম্পটা। ’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন