বিজ্ঞাপন

বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স বোয়িংকে দেবে না ইরান

January 9, 2020 | 11:45 am

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানের শহরতলীতে বিধ্বস্ত ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর বোয়িং বিমানটির ব্ল্যাক বক্স কারও কাছে হস্তান্তর করবে না বলে জানিয়েছে ইরান। তবে তদন্তে ইউক্রেন কর্তৃপক্ষকে সঙ্গে রাখবে দেশটি। খবর বিবিসির।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) কারিগরি ত্রুটির কারণে বোয়িং ৭৩৭ বিমানটি ১৭৬ জন যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে সব বিমান আরোহী মারা যান। উড্ডয়নের কিছু সময় পরই এটি বিধ্বস্ত হয়।

ইরান বলেছে, মার্কিন বিমান নির্মাতা বোয়িং বা যুক্তরাষ্ট্রের কাছে তারা বিমানের ব্ল্যাক বক্স তুলে দেবে না।

আন্তর্জাতিক নিয়ম অনুসারে ইরান সে অধিকার রাখে। তবে প্রযুক্তিতে ভালো ও ব্ল্যাক বক্স নিয়ে গবেষণায় দক্ষ দেশগুলোকে সঙ্গে নিয়ে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান প্রচলিত রয়েছে।

বিজ্ঞাপন

ইরানের এক সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীতল সম্পর্ক বজায় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক ঘোষণায় ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন:-

১৮০ যাত্রী নিয়ে ইরানে বিধ্বস্ত ইউক্রেনের বিমান

বিজ্ঞাপন

তেহরানে বিধ্বস্ত বিমানের ১৭৬ যাত্রীর কেউ জীবিত নেই

সারাবাংলা/এনএইচ

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন