বিজ্ঞাপন

সিটি নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা: রাঙ্গাঁ

January 9, 2020 | 4:36 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানান।

দেলোয়ার জালালী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এর পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করতেও নির্দেশ দেন তিনি। নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নেতা-কর্মীদের মাঠে থাকতে বলা হয়েছে।

এদিকে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে বলেন, ‘দক্ষিণে আমাদের মেয়র প্রার্থী থাকছেন। আমাদের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

বিজ্ঞাপন

দক্ষিণে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সারাবাংলাকে বলেন, ‘আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, যে যার মতো নির্বাচন করবে। আমি ভোটে থাকব।’

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন