বিজ্ঞাপন

রোনালদো ছুঁলেন মেসিকে

December 8, 2017 | 11:52 am

এ বছর ইউয়েফার বর্ষসেরা পুরস্কারের পর জিতেছেন ফিফার বর্ষসেরা পুরস্কারও। ব্যালন ডি অরও যে তাঁর কাছে যাচ্ছে, সেটা একরকম অনুমিতই ছিল। সেটিই শেষ পর্যন্ত হয়েছে, পঞ্চমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসির পাঁচবার ব্যালন ডি অর জয়ের রেকর্ডও।

বিজ্ঞাপন

এ বছরের শুরুটাই ছিল স্বপ্নের মতো। লা লিগা জয়ের পর রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। পরে জিতেছেন ইউয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপও। বছর শেষের হাসিটা তাই রোনালদোই হেসেছেন। গত চার বছরে তিন বার ব্যালন ডি অর জিতলেন রোনালদো। ২০০৮ সালের পর থেকে মেসি আর রোনালদো ছাড়া এই পুরস্কার ওঠেনি আর কারও হাতেই। রোনালদো মেসির আগে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন কাকা।

আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। সেখানেই নিজের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড, ‘আমি খুবই খুশি, আমার ক্যারিয়ারে এটা দারুণ একটা মুহূর্ত। অনেক দিন থেকেই আমি এমন কিছুর জন্য অপেক্ষা করছিলাম।’

এই অর্জনের জন্য রোনালদো ধন্যবাদ দিলেন নিজের সতীর্থদেরও, ‘এই বছরটা অসাধারণ কেটেছে, আমরা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছি। আমি ব্যক্তিগতভাবে ছিলাম চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা। শিরোপা পেলে এরকম পুরস্কার জয়ে তা কাজে দেয়। আমি আমার পর্তুগাল ও মাদ্রিদের সতীর্থদেরও ধন্যবাদ দিচ্ছি, আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন