বিজ্ঞাপন

নিজেকে প্রমাণ করেই মূল একাদশে ফিরতে প্রতিজ্ঞবদ্ধ তপু বর্মণ

January 9, 2020 | 6:32 pm

ঢাকা: ইন্জুরিতে ছিটকে গিয়ে গত বছরেই মাঠের বাইরে। ফেডারেশন কাপে নজর কেড়ে দীর্ঘ সাড়ে আট মাস পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণ। এর মাঝে বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশ প্রাক বাছাই পেরিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে কয়েকটি ম্যাচও খেলে ফেলেছে। সেগুলো ইন্জুরি নিয়ে গ্যালারি থেকে দেখে গেছেন তপু। এর মধ্যে ক্লাব বদল করে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন। এখন একটাই টার্গেট দেখছেন- খেলতে হবে জাতীয় দলের মূল একাদশে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলে সাড়ে আট মাস পর ডাক পেয়ে নিজের ভাললাগার বিষয়টি জানালেন তপু বর্মণ, ‘বিগত সাড়ে আট মাস পরে জাতীয় দলে ব্যাক করেছি। লাস্ট ম্যাচ আমি খেলেছিলাম কম্বোডিয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচে। ব্যাক করতে পেরে আমি অনেক খুশি। ’

এই সাড়ে আট মাসে অনেক বদল দেখেছেন জাতীয় দলের। বিশ্বকাপের প্রাক বাছাই ছাড়িয়ে দল এখন বাছাইপর্বের দ্বিতীয় পর্বে লড়ছে। কিংসের হয়ে ফেডারেশন কাপে সেমি ও ফাইনালসহ তিন ম্যাচে খেলেছেন তপু। মনে করছেন নিজের সেরা ফর্মেই ফিরেছেন, ‘সাড়ে আট মাসে ক্লাব ও জাতীয় দলে ব্যাক করার জন্য অনেক পরিশ্রম করেছি। সেটার ফল পেয়ে ভাল লাগছে। ফেডারেশন কাপে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তিনটা ম্যাচ খেলেছি। আমার মনে হয়েছে আমি আমার আগের ফর্মে আছি। এখন চেষ্টা থাকবে নিজেকে আরও বড় জায়গায় নেয়া। ’

নিজেকে প্রমাণ করেই একাদশে ফিরতে চান ‍তপু। লম্বা বিরতির পর ফিরলেও দলের কম্বিনেশনে কোনও সমস্যা দেখছেন না নারায়ণগঞ্জের এই ফুটবলার তপু, ‘জাতীয় দল এমন একটা জায়গা যেখানে সবাই প্রমাণ করতে চায়। প্রমাণ করেই জাতীয় দলে খেলতে হবে। আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বসুন্ধরা কিংসে আমরা এক সাথে জাতীয় দলের অনেকেই খেলি। সুতরাং মানিয়ে নিতে আমার কোনও প্রবলেম হবে না।’

বিজ্ঞাপন

গেল বঙ্গবন্ধু গোল্ডকাপের আসরেও খেলেছেন তপু। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে প্রতিজ্ঞবদ্ধ তপু, ‘আমরা ফিলিস্তিনের কাছে যে ম্যাচে হেরেছিলাম সেটা ফাইট করে হেরেছিলাম। কারণ আমরা ৯৩ মিনিটে গিয়ে দ্বিতীয় গোল হজম করি। এখন দলের চেহারা অনেক ভাল। বিশ্বকাপ বাছাইপর্বে ভাল খেলেছে দল। আমি অবশ্যই আশা রাখি ফিলিস্তিনের সঙ্গে আমরা ভাল ফুটবল খেলবো।

নিজের টার্গেটের সঙ্গে টুর্নামেন্টে দলের টার্গেট নিয়ে জানালেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে ফেলা এই ডিফেন্ডার, ‘আমাদের সেমি ফাইনাল টার্গেট করা উচিত। তারপর ফাইনাল। ধাপে ধাপে এগোতে হবে আমাদের। ‘

বিজ্ঞাপন

উল্লেখ্য, নারায়ণগঞ্জের লাক্সমিনারায়ণ কটন মিল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে তোলারাম কলেজ থেকে এইসএসসি পাস করা তপু ফুটবলের পথে আসেন মোহামেডান ক্লাব দিয়ে। ২০১৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তপুর, তখন থেকে জাতীয় দলের হয়ে ২১ ম্যাচ খেলেন তিনি এবং ১টি গোল করেন। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাহিরে থাকেন নাহলে নিজের ক্যারিয়ার আরো সমৃদ্ধ করতে পারতেন তিনি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোহামেডান এবং ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত শেখ রাসেল এবং ২০১৬ সালে ঢাকা আবাহনীর হয়ে খেলার পর ২০১৭ সাল থেকে বর্তমান অবধী সাইফ স্পোর্টিংয়ের হয়ে ৯ ম্যাচে ২ গোল আছে তার। জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে ভুটানের সাথে জের আন্তর্জাতিক ক্যারিয়ের একমাত্র গোল করেন এই ডিফেন্ডার। গেল এশিয়ান গেমসেও বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দলের প্রতিনিধিত্ব করেছে তপু। বসুন্ধরা কিংসের জার্সিতেও গোল করেছেন তপু। ফর্মে ফিরেছেন। মুখিয়ে আছেন জাতীয় দলের মূল একাদশে ফেরার।

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন