বিজ্ঞাপন

‘উচ্চশিক্ষার সনদ মানে শুধুই ফাইল সই করা না’

January 11, 2020 | 9:13 pm

ফটো করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: উচ্চশিক্ষার সনদ মানে কর্মজীবনে শুধুই ফাইলে সই করা- এমন মানসিকতা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বেসরকাররি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘আমাদের মন-মানসিকতা এমন হয়ে যাচ্ছে যে, আমরা উচ্চশিক্ষার সনদধারী হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাশা হয়ে ওঠে, ফ্যানের নিচে বসে বসে শুধু ফাইল সাইন করব। এটাই হবে আমার কর্মসংস্থান। এই মানসিকতার কারণেই আমরা অনেকদূর পিছিয়ে আছি। অথচ আমি গ্র্যাজুয়েট কৃষক হলে কৃষিভিত্তিক উদ্যোক্তাও যে হতে পারব, সেটা মাথায় রাখি না।’

কমক্ষেত্রে নিত্য নতুন চিন্তা আর দক্ষতার প্রসার ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে। উচ্চশিক্ষার সনদ মানে বসে বসে ফাইলে সই করা না। এই চিন্তা নিয়ে যদি চলি, তাহলে ভবিষ্যৎ অর্থনীতিতে কর্মসংস্থান আমাদের মানসিকতার উপযোগী হবে, এমন কোনো গ্যারান্টি নাই।’

বিজ্ঞাপন

‘আমি যখন বিদেশে যাই, তখন আমার পরিশ্রমের কাজে কোনো লজ্জা লাগে না। কিন্তু দেশে কাজ করতেই যত সংকোচবোধ। উচ্চশিক্ষার সনদ শুধু পেলেই হবে না, উচ্চ মানসিকতাও ধারণ করতে হবে। স্যুট-কোট পরে যদি কৃষক-শ্রমিকের কাজকে ছোট মনে করি, তাহলে আমি উচ্চশিক্ষিত হয়েও কোনো লাভ নেই। আজ শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় আসছে। শহর অঞ্চলে নতুন গাড়ি নিয়ে চলা উচ্চশিক্ষিত ‍স্যুট-কোট পরা লোকজন উনাকে ক্ষমতায় আনছেন না। ক্ষমতায় আসছেন কৃষক-শ্রমিকদের মাধ্যমে; যারা শ্রম দিয়ে গ্রামীণ অর্থনীতি সচল রাখছেন তাদের অবদানে।’-বলেন নওফেল।

একই অনুষ্ঠানে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘নতুন যারা এই বিশ্বাবদ্যালেয়ে ভর্তি হয়েছ, আমি মনে করি তোমরা সৌভাগ্যবান। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। এই বিশ্ববিদ্যালয় শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান।’

নগরীর ঝাউতলায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন- ট্রাস্টি বোর্ডের সদস্য এম মজিবুর রহমান, নিজামুল হক ভুঁইয়া, মোহাম্মদ আলী আজম স্বপন ও মাহফুজুল হায়দার রোটন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/আরডি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন