বিজ্ঞাপন

লিগ পর্ব শেষে ব্যাট হাতে বিপিএলের সেরা যারা

January 12, 2020 | 1:05 pm

স্পোর্টস ডেস্ক

শনিবার (১১ জানুয়ারি) যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচের ভেতর দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের লড়াই। সোমবার (১৩ জানুয়ারি) শুরু হবে প্লে অফ। যেখানে শিরোপার জন্য মাঠে লড়বে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস এবং খুলনা টাইগার্স।

বিজ্ঞাপন

চলতি আসরে ব্যাট এবং বল হাতে দেশি ক্রিকেটারদের বেশ আদিপত্য বজার রেখেছেন। যার প্রমাণ মিলে সদ্য শেষ হওয়া লিগ পর্বের সেরা ৫ পর্যালোচনা করলে। চলুন দেখে আসি ব্যাট হাতে কারা আধিপত্য বিস্তার করছেন প্লে অফের আগ পর্যন্ত।

  • রাইলি রুশো (খুলনা টাইগার্স): লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে ধরে রেখেছেন খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশো। ১২ ম্যাচ খেলে ৫০.৮৮ গড়ে তাঁর রান ৪৫৮। ইনিংস সেরা সর্বোচ্চ রান তাঁর ৭১*। এই পর্যন্ত চলতি বিপিএলে তিনি ছক্কা মেরেছেন ২২ টি। সেই সাথে রয়েছে ৪২ টি চারের মার।
  • মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স): সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খুলনা দলপতি মুশফিকুর রহিম। বাংলাদেশি ক্রিকেটারদের ভেতর সর্বাধিক রান সংগ্রাহক বর্তমানে তিনি। ১২ ম্যাচে ৭৪.৮৩ গড়ে রান করেছেন ৪৪৯। সেই সাথে ১৪৮.১৮ স্ট্রাইক রেটে ইনিংস সেরা রান তাঁর ৯৮*।
  • ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স): আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড মালান রয়েছেন সেরা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে। দল ধারাবাহিকভাবে ভালো না খেললেও ধারাবাহিকতা বজায় ছিলো তাঁর খেলায়। এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি এসেছিলো তাঁর ব্যাট থেকে। ১১ ম্যাচ খেলে রান করেছেন ৪৪৪। যেখানে ছিলো একটি শতক এবং তিনটি অর্ধশতক।
  • লিটন দাস (রাজশাহী রয়্যালস): বঙ্গবন্ধু বিপিএলে এসেই যেন ব্যাট হাতে পুরোনো রূপে ফিরে গেলেন লিটন দাস। ক্ষুরধার ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় চারে জায়গা করে নিয়েছেন রাজশাহী রয়্যালসের এই ওপেনিং ব্যাটসম্যান। ১২ ম্যাচ খেলে ৩৮.৩৬ গড়ে করেছেন ৪২২ রান। ব্যক্তিগত কোনো শতকের ইনিংস না থাকলেও রয়েছে তিনটি অর্ধশতকের ইনিংস।
  • ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): বঙ্গবন্ধু বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন চট্টগ্রাম দলপতি ইমরুল কায়েস। ১১ ম্যাচ খেলে ইমরুলের সংগ্রহ ৪০৫ রান। ৫৭.৮৫ গড়ে ইনিংস সেরা রান তাঁর ৬৭*। সেই সাথে রয়েছে ৪ টি অর্ধশতকও।

সারাবাংলা/এনএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন