বিজ্ঞাপন

‘দুনী‌তি একু‌শের চেতনার প‌রিপ‌ন্থী’

February 21, 2018 | 9:36 am

এম এ‌ কে জিলানী এবং মীর মে‌হেদী হাসান

বিজ্ঞাপন

ঢাকা: বসন্তের মি‌ষ্টি সকা‌লে ভাষা শহীদদের প্র‌তি শ্রদ্ধা এবং সম্মান জানা‌তে লাখো জনতার ঢল নে‌মে‌ছে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে। সকল স্ত‌রের মানুষ ফুল দি‌য়ে শ্রদ্ধ‌া জানাচ্ছেন। ব্যা‌ক্তি থে‌কে শুরু ক‌রে নানাবিধ প্র‌তিষ্ঠানের প্র‌তি‌নিধিরা কেন্দ্রীয় শহীদ মিনা‌রে শ্রদ্ধা নি‌বেদন কর‌তে সম‌বেত হ‌য়ে‌ছেন। এ‌দের ম‌ধ্যে ট্রান্সপা‌রে‌ন্সি ইন্টারন্যাশনাল বাংলা‌দেশ (‌টিআই‌বি) তা‌দের ব্যানা‌রে বলেছে, ‘দুর্নীতি একু‌শের চেতনার প‌রিপ‌ন্থী।’

‘দুনী‌তি একু‌শের চেতনার প‌রিপ‌ন্থী’

বিজ্ঞাপন

ক্যাথ‌লিক স্টু‌ডেন্টস মুভ‌মে‌ন্টের শিক্ষার্থীরা শ্রদ্ধা জানা‌তে এ‌সে‌ছেন। এ‌দেরই একজন ডে‌ভিড রোজা‌রিও সারাবাংলা‌কে ব‌লেন, ‘আজ‌কের দিন‌টি বাঙ্গা‌লি জা‌তির গ‌র্বের দিন। ১৯৫২ সা‌লের এই দিনে আমা‌দের পূর্ব পুরুষেরা মা‌য়ের ভাষার জন্য লড়াই ক‌রে‌ছি‌লেন এবং তা‌দের জীবন উৎসর্গ ক‌রে‌ছি‌লেন ব‌লেই বাংলা ভাষা আন্তর্জা‌তিক মাতৃভাষার মর্যাদা পে‌য়ে‌ছে। ভাষা শহীদ‌দের প্র‌তি আমরা চিরকৃতজ্ঞ।

‘দুনী‌তি একু‌শের চেতনার প‌রিপ‌ন্থী’

বিজ্ঞাপন

ভাষা শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধা ও সম্মান জানা‌তে লাখো জনতার মিছিলে কে‌ন্দ্রিয় শহীদ মিনা‌রের উদ্দেশ্যে প্রভাত ফে‌রি‌তে এসেছিলেন, টিআই‌বি, জা‌তিয় ম‌হিলা সংস্থা, বাংলা‌দেশ প্রেস ইনিস্টিটিউট, ক্যাথ‌লিক স্টু‌ডেন্টস মুভ‌মেন্টস, ঢাকাস্থ পঞ্চগড়বাসী কল্যাণ স‌মি‌তি, স্বাধীনতা চি‌কিৎসক প‌রিষদ (সা‌চিপ), বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট স্যোসাইটি, ছায়ানট, ঢাকাস্থ কোটা‌লিপাড়া স‌মি‌তি, স্বাধীনতা নার্সেস প‌রিষদ, গণ‌ফোরাম, সড়ক ও জনপথ ডি‌প্লোমা অ্যা‌সো‌সি‌য়েশন, বঙ্গবন্ধু ডি‌প্লোমা প্র‌কৌশ‌লী, বাংলা‌দেশ ছাত্র ইউ‌নিয়ন, বাংলা‌দেশ ডেন্টাল স্যোসাইটি, বাংলা‌দেশ ‌ডে‌ভোলপমেন্ট ব্যাংক লিমিটিডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সারাবাংলা/‌জেআইএল/এমএমএইচ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন