বিজ্ঞাপন

শীতের প্রকোপ: এক সপ্তাহে মমেক হাসপাতালে ১৩ শিশুর মৃত্যু

January 14, 2020 | 6:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: শীতজনিত রোগে গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশে দফায় দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীত মৌসুমে ডায়রিয়া, বমি, শ্বাসজনিত রোগের প্রকোপ দেখা দেয়। আমাদের হাসপাতালে প্রতিদিনই রোগী আসছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বৃদ্ধরাও শীতে বেশি অসুস্থ হয়ে পড়েন। এসময় বারতি সতর্কতা প্রয়োজন।

রোববার (১২ জানুয়ারি) দেশের কিছু অঞ্চলে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে জবুথুবু হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং দেশের কোথাও কোথাও পড়ছে ঘন কুয়াশা। সেই সঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস।

আবহাওয়া অধিদফতর বলছে, যশোর ও কৃষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃত্যু শৈত্যপ্রবাহ আরও কিছু দিন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন