বিজ্ঞাপন

চীন-মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাবে বেড়েছে তেলের দাম

January 16, 2020 | 5:14 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীন-মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাব পড়েছে জ্বালানী তেলের বাজারে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ওয়েল বিক্রি হচ্ছে ৬৪ ডলারেরও বেশি দরে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এ পণ্যের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ৪৫ সেন্টস। এবং ডব্লুটিআই ক্রুড ৩৮ সেন্টস বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৫৮ ডলারের কিছু বেশি দরে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র তেলের উত্তোলন বাড়ানোর ফলে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের মূল্যে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

তবে দীর্ঘ দুই বছরের বাণিজ্য যুদ্ধের শেষে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ধাপের বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরে করে বুধবার। এর ফলে দুই অর্থনৈতিক পরাশক্তির বাণিজ্য লড়াইয়ের আপাত সমঝোতা হলো বলে স্বস্তি এসেছে বাজারে।

দুই দেশের এ বাণিজ্য চুক্তি অনুসারে আগামী দুই বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি তরল প্রাকৃতিক গ্যাস, জ্বালানী তেল ও এ খাত সংশ্লিষ্ট পণ্য আমদানি করবে চীন । চুক্তিতে এমন প্রস্তাব চূড়ান্ত হওয়ার পরদিনই তেলের বাজারে প্রভাব পড়লো।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন