বিজ্ঞাপন

মিয়ানমারে শি জিনপিং, রাখাইন রাজ্যে চীনের বিশাল বিনিয়োগ!

January 17, 2020 | 6:02 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ানমার সফর করছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমারে পৌঁছেছেন তিনি। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ সফরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল অংকের বিনিয়োগ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, চীনের বেল্ট এন্ড রোড প্রকল্পের আওতায় রাখাইন রাজ্যের একটি অর্থনৈতিক অঞ্চলে ১৩০ কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ করবে চীন। এর আগে শি’র সফর উপলক্ষে মিয়ানমারের বাণিজ্য প্রতিমন্ত্রী অং তো সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, রাখাইন রাজ্যের সমুদ্রবন্দর সংলগ্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেয়াকফিউ এর উন্নয়নে এ বিনিয়োগ করবে চীন। কেয়াকফিউ অর্থনৈতিক অঞ্চলে এ বিনিয়োগের মাধ্যমে মিয়ানমার হয়ে ভারত সাগরে প্রবেশ করার সুযোগ পাবে চীন।

চীনের রোড এন্ড বেল্ট প্রকল্পের বাস্তবায়নে বিভিন্ন প্রতিবেশী দেশের সমুদ্রবন্দরে বিপুল অংকের অর্থ বিনিয়োগ করছে চীন। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর আসিয়ানভুক্ত প্রতিটি রাষ্ট্র সফর করেছেন শি জিনপিং। এসব সফরে দেশগুলোর সমুদ্রবন্দর ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে তার দেশ।

বিজ্ঞাপন

এবার মিয়ানমার সফরে এমন এক অঞ্চলে বিনিয়োগ করছে চীন যেখানে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। রোহিঙ্গা সংকটের এমন পরিস্থিতিতে রাখাইন অঞ্চলে চীনের এ বিশাল বিনিয়োগের খবরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শি জিন পিং।

বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর ফলে বিশ্বে কোণঠাসা অবস্থায় রয়েছে মিয়ানমার। আর মিয়ানমারের এমন অবস্থায় বড় অংকের বিনিয়োগ করে দেশটির প্রতি চীনের সমর্থনই ব্যক্ত করছেন শি জিনপিং।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন