বিজ্ঞাপন

নির্বাচনের তারিখ পরিবর্তনে অনশন ভেঙে শিক্ষার্থীদের উল্লাস

January 18, 2020 | 9:51 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করায় অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী শিক্ষার্থীরা। এছাড়া নির্বাচন কমিশন তাদের দাবি মেনে নেওয়ায় আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের ঘোষণার পর পৌনে ৯টায় দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের পানি ও শরবত খাইয়ে অনশন ভঙ্গ করান।

৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি দুই সিটির নির্বাচন

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনশন ভাঙানোর পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহৎ মূল্যবোধ নিয়ে অন্তত এ বিষয়ে কথা বলে। আজকে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধের প্রতি তাড়িত হয়ে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

এসময় জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা দেখিয়েছেন কীভাবে অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হয়। শুধু আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইসি নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে। সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ। একইসঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ যারা শিক্ষার্থীদের পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পরে জগন্নাথ হলের ভিপি উৎপল বিশ্বাস অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে বলেন, ‘অবশেষে আমাদের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। আমরা আর এ ধরনের পরিস্থিতিতে পড়তে চাই না। আপনারা যারা আমাদের পাশে ছিলেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

এরপর শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘জিতেছে রে জিতেছে, ঢাবি জিতেছে’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ একই দিনে হওয়ায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। টানা তিন দিন আমরণ অনশন কর্মসূচির ফলে অনশনরত শিক্ষার্থীদের অধিকাংশ অসুস্থ হয়ে পড়েন। অবশেষে শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ঢাবিতে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংহতি প্রকাশ

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন