বিজ্ঞাপন

থানা হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

January 19, 2020 | 10:36 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে বিএফডিসির ফ্লোর ইনচার্জ আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলাকে মাসুদুর রহমান বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে আসামি মৃত্যুর ঘটনায় তিনি সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এর আগে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে পুলিশের নির্যাতনে বিএফডিসির ফ্লোর ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বাবুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী আলেয়া ফেরদৌসী। তিনি বলেন, ‘বাবুকে গতকাল একটি মামলায় তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। ওই সময় তিনি সম্পুর্ণ সুস্থ্য ও স্বাভাবিক ছিলেন।’

থানা হেফাজতে বিএফডিসির ফ্লোর ইনচার্জের মৃত্যুর অভিযোগ

উল্লেখ্য, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইফতেখার ইসলাম অচেতন অবস্থায় আবু বক্কর সিদ্দিক বাবুকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় কালো দাগ রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন