বিজ্ঞাপন

মুখ ফিরিয়ে নিয়েছে শেখ রাসেল, দল বাড়ছে নারী লিগে

January 20, 2020 | 8:33 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: এগিয়ে এসেও মুখ ফিরিয়ে নিয়েছে শেখ রাসেল। ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নারী ফুটবল লিগে শেখ জামালের পর হাত গুটিয়ে নিয়েছে শেখ রাসেল। দলবদলের সময় ঠিক রেখে লিগে অংশ নেয়া নতুন দলের সংখ্যা বাড়ছে।

বিজ্ঞাপন

আজ সোমবার মতিঝিলস্থ বাফুফে ভবনের বোর্ড রুমে এক মতবিনিময় সভায় ক্লাবের কর্মকর্তারা অংশ নেন। সভায় লিগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এবারের নারী লিগে দলের সংখ্যা বেড়েছে। ৫ দল নিয়ে লিগ শুরু হওয়ার কথা থাকলেও সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে। ‘নারী ফুটবল লিগ ২০১৯-২০’ এ অংশগ্রহণকারী ক্লাবসমূহ বসুন্ধরা কিংস্, এফসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাচারীপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড ও স্বপ্নচূড়া এন্ড আক্কেলপুর ফুটবল একাডেমি।

দল বাড়লেও দলবদলের সময় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারিই থাকছে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল উইঙ্গের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

বিজ্ঞাপন

ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩১ জানুয়ারি থেকে লিগের সব ম্যাচই মাঠে গড়াবে। ইতোমধ্যে অনেক ক্লাব মাঠে নেমে পড়েছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন