বিজ্ঞাপন

আইএমইডি’র সুপারিশে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

January 20, 2020 | 8:48 pm

জোসনা জামান, স্টাফ করেসপনডেন্ট

ঢাকা: পরিকল্পনা মন্ত্রণালয়ের অধিভুক্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সুপারিশে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবছরের ডিসেম্বর মাসের শেষদিকে একটি সার-সংক্ষেপ সই করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি নির্দেশ দেন।

বিজ্ঞাপন

নির্দেশনা দুটি হচ্ছে- ১.আইএমইডি প্রণীত পরিবীক্ষণ ও সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রদত্ত মতামত বা সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ করে ওই বিভাগকে দ্রুততার সঙ্গে জানাতে হবে। ২. প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (পিএমআইএস) এডিপিভুক্ত সব প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতির মাসিক তথ্য নিয়মিতভাবে দিতে হবে।

শুরু থেকেই আইএমইডিকে অবজ্ঞা করে আসছিল মন্ত্রণালয় ও বিভাগগুলো। প্রকল্প পরিদর্শন করে মূল্যায়ন প্রতিবেদন জমা দিলেও অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ তা খুলেও দেখতো না বলে বিভিন্ন সময় আলোচনায় উঠে আসে। অবশেষে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয় আইএমইডি।

এ বিষয়ে আইএমইডি’র সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ সোমবার (২০ জানুয়ারি) সারাবাংলাকে জানান, নির্দেশ পাওয়ার পর গত ১৫ জানুয়ারি মন্ত্রণালয় ও বিভাগগুলোতে চিঠি দেওয়া হয়েছে। এর আগে আইএমইডি থেকে এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ পাঠানো হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য। তিনি এতে সই করেছেন। এর মধ্য দিয়ে আইএমইডি’র দেওয়া সুপারিশগুলো প্রতিপালনে মন্ত্রণালয় ও বিভাগগুলো আন্তরিক হবে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এতে প্রকল্পের গুণগত মান বাড়বে এবং দ্রুত বাস্তবায়নও নিশ্চিত হবে। সার্বিকভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাঙ্ক্ষিত বাস্তবায়ন সম্ভব হবে।’

এদিকে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত চলমান উন্নয়ন প্রকল্পের প্রায় শতভাগ মাঠ পর্যায়ে পরিদর্শন করে পরিবীক্ষণ প্রতিবেদন এবং সমাপ্ত প্রকল্পসমুহের প্রান্তিক মূল্যায়ন করে সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। এছাড়া এ বিভাগের মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং প্রকল্প পরিচালককে যথারীতি জানানো হয়। এর পাশাপাশি প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতির মাসিক তথ্য অনলাইনে প্রাপ্তির জন্য প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (পিএমআইএস) সফটওয়্যার চালু করা হয়েছে। কিন্তু আইএমইডি’র প্রতিবেদনে উল্লেখিত মতামত বা সুপারিশের আলোক কি ব্যবস্থা নেওয়া হয় সে সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রে এ বিভাগকে অবহিত করা হয় না ‘

চিঠিতে আরও বলা হয়েছে, ‘এডিপিভুক্ত প্রকল্পগুলোর মাসিক ভৌত ও আর্থিক অগ্রগতির তথ্য পিএমআইএস-এ দেওয়া হচ্ছে না। এতে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ এবং এর গুণগত বাস্তবায়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। উপর্যুক্ত বিষয়গুলো প্রধানন্ত্রীর সদয় অবগতি ও প্রয়েজনীয় নির্দেশনার জন্য সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়। এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন