বিজ্ঞাপন

বাংলা নিয়ে নিজেকে প্রশ্ন করুন: অধ্যাপক আনিসুজ্জামান

February 21, 2018 | 9:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: লেখক, গবেষক ও ভাষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান ব‌লেছেন, সব কিছুরই উন্নয়ন হচ্ছে। কিন্তু বাংলা ভাষার উন্নয়নে কি হলো! কি করার কথা, আর কি করছি আমরা? বাংলা নিয়ে নিজেকে প্রশ্ন করুন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।

আজ বুধবার ‌বি‌কে‌লে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে ‘ফিরে দেখা অমর ২১’ শীর্ষক অনুষ্ঠানে অধ্যাপক ড. আনিসুজ্জামান সব কথা বলেন। অপরদিকে, অনুষ্ঠানে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে আসাদুজ্জামান খাঁন ব‌লেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশে এই প্রজন্মই নেতৃত্ব দে‌বে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে পারে সেজন্য এমন অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত। কারণ বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে এখনই আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। অপরদিকে, ভাষা চর্চার মধ্য দিয়েই সকল অশুভ শক্তিকে মোকাবেল করা সম্ভব এবং তাই বাংলা ভাষা চর্চার আরও বেশি বেশি করতে হবে বলেছেন, বাংলা‌দেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিএমইএ-র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, র‌্যাব এর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ অন্যরা।

সারাবাংলা/এসআর/জেএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন