বিজ্ঞাপন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু

January 22, 2020 | 1:58 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়ন-১৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বনচৌকি বিওপির সীমান্ত পিলার ৯০৭/৪-এস এর কাছে গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের কাছে এই খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বনচৌকি বিওপি কমান্ডার ঘটনাস্থলে যান। সেখানে সীমান্ত পিলার ৯০৭/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক বাংলাদেশির মৃতদেহ পাওয়া যায়। এসময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত কিশোর হলো, পূর্ব আমঝোলের মো. উসমান আলীর ছেলে মো. সুরুজ মিয়া (১৭)। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. সুরুজ মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তৌহিদুল ইসলাম বলেন, আজ ভোরে বাংলাদেশ থেকে ৮/১০ জন চোরাকারবারী গরু আনার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ এর পাগলীমারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন