বিজ্ঞাপন

রাজশাহী সফরে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

February 22, 2018 | 9:40 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজশাহী যাচ্ছেন। সফরে রাজশাহীতে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এখন নাটোর পৌঁছেছেন। তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে নাটোর কাদিরাবাদ সেনানিবাসে যান। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

দুপুর তিনটায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মোড়ে মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পাচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফর করেছিলেন ২০১১ সালের ২৪ নভেম্বর। এতো বছর পর প্রধানমন্ত্রীর সফরকে রাজশাহীবাসী প্রত্যাশা পূরণের মাইলফলক হিসেবে দেখছেন।

রাজশাহীতে প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন : তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’’ র্শীষক প্রকল্প এর আওতায় বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, বোয়ালিয়া, রাজশাহী’র ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ। শহীদ এ, এইচ, এম কামারুজ্জামান ডিগ্রী কলেজ, বোয়ালিয়া, রাজশাহী’র ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ। দামকুড়া হাট কলেজ, পবা, রাজশাহী’র ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ। আড়ানী ডিগ্রী কলেজ, বাঘা, রাজশাহী’র ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ। আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজ, তানোর, রাজশাহী’র ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ। বাগমারা কলেজ, বাগমারা, রাজশাহী’র ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ। বিড়ালদহ কলেজ, পুঠিয়া, রাজশাহী’র ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ। রাজশাহীতে পুলিশের চন্দ্রিমা থানা। কাশিয়াডাঙ্গা থানা। কাটাখালী থানা। এয়ারপোর্ট থানা। পবা থানা। কর্ণহার থানা। দামকুড়া থানা। বেলপুকুর থানা। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম নির্মাণ। রাজশাহী (নর্থ) ১টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ। রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ। ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী এর নির্মাণ।  গোদাগাড়ী উপজেলাধীন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ। রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্মাণ কাজ।

বিজ্ঞাপন

ভিত্তিপ্রস্তর স্থাপন: রাজশাহী সরকারী মহিলা কলেজ এর ৬ তলা ছাত্রীনিবাস ভবন নির্মাণ, কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র প্রকল্প, রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী প্রকল্পের নির্মাণ কাজ। জেলার চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর হতে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মি. চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ। রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ। বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ।

সারাবাংলা/আইএ/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন