বিজ্ঞাপন

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ কবি ও সাহিত্যিক

January 23, 2020 | 5:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১০ কবি ও সাহিত্যিকের নাম ঘোষণা করেছেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় ওই ১০ জনকে ২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির পক্ষ থেকে এক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

এবার কবিতায় কবি মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহিম শাহ, মুক্তিযুদ্ধ গবেষণায় রফিকুল ইসলাম বীরউত্তম, বিজ্ঞান-কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনিতে ফারুক মঈনুদ্দীন, লোকসাহিত্যে সাইমন জাকারিয়া পুরস্কার পাচ্ছেন।

‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’ উদ্বোধন করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের আর্থিক মূল্য ২ লাখ টাকা। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হবে।

১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অবদানের জন্য পুরস্কার দিয়ে আসছে। ১৯৮৫, ১৯৯৭ ও ২০০০ এ তিন সালে কোনো পুরস্কার দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন