বিজ্ঞাপন

চীনের লুকোছাপা, করোনাভাইরাসে মারা পড়ছে বুড়োরা

January 23, 2020 | 6:00 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই সতর্ক ছিল চীন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম ও হেলথ কমিশন ভাইরাস সম্পর্কে এখনো খুব বেশি তথ্য প্রকাশ করেনি। এ পর্যন্ত করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হুবাই প্রদেশের উহানের বাসিন্দা ও অধিকাংশই বয়সে প্রবীণ। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

বিজ্ঞাপন

৬১ বছর বয়স্ক এক বৃদ্ধ করোনাভাইরাসের প্রথম শিকার। ২৭ ডিসেম্বর তিনি জ্বর ও কফ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। কৃত্রিমভাবে রক্তে দেওয়া হয় অক্সিজেন। তবে রোগীর অবস্থার অবনতি হতেই থাকে। তিনি মারা যান ৯ জুন।

১৭ জন মৃতের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি মারা গেছেন তিনি ৪৮ বছর বয়সের নারী, সবচেয়ে বেশি ৮৯ বছর বয়সে মারা গেছেন দুই পুরুষ। রোগীদের অধিকাংশরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন জ্বর ও কাশি নিয়ে। তবে অন্তত তিনজনের রোগের উপসর্গে জ্বর ছিল না।

বিজ্ঞাপন

গবেষকরা বিস্তৃতভাবে এখনো তেমন কোনো তথ্য পাননি করোনাভাইরাস সম্পর্কে। তবে তরুণ ও সুস্থ-সবলরা ভাইরাসে আক্রান্ত হচ্ছে না, তা একটি ইতিবাচক দিক বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন