বিজ্ঞাপন

পুলিশ হেফাজতে মৃত্যু: ওসিসহ চারজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

January 23, 2020 | 6:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পুলিশের হেফাজতে থাকাকালীন আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহাসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আদালত সুত্রে জানা গেছে, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের উত্তরের ডিসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৫ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে মামলাটি দায়েরের আবেদন করেন নিহতের স্ত্রী মোছা. আলো বেগম। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দেওয়ার কথা জানান আদালত।

অপর আসামিরা হলেন- উত্তরা উত্তরা পশ্চিম এসআই মো. মিজানুর রহমান, এএসআই নামজুল ও পুলিশ সদস্য মো. সোহাগ। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অভিযোগ সম্পর্কে স্বজনেরা জানান, আলমগীর পেশায় একজন প্রাইভেটকারচালক ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কালিবাড়ি এলাকায়। ঢাকায় তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়াতে থাকতেন। স্ত্রী ও দুই মেয়ে রয়েছে আলমগীরের। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরা-পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আলমগীরকে থানায় নির্যাতন করে পুলিশ। তাকে যখন পুলিশ আদালতে নিয়ে যাওয়ার গাড়িতে তোলে, সে তখন খুবই অসুস্থ ছিল। কয়েকজন মিলে তাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। পরে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ ডিসেম্বর বিকেলে মারা গেছেন আলমগীর হোসেন ।

পরিবারের অভিযোগ, আলমগীরকে ১৬ ডিসেম্বর রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটকের পর অকথ্য নির্যাতন করেছে। এ নির্যাতনের কারণেই কারাগারে নেওয়ার পর সে মারা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন