বিজ্ঞাপন

বান্দরবানের গভীর জঙ্গলে আফিম বাগান ধ্বংস করল র‌্যাব

January 24, 2020 | 4:10 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: বান্দরবানে প্রায় ৭ একর জায়গা জুড়ে চাষ হওয়া আফিম বাগান ধ্বংস করা হয়েছে। রুমা উপজেলার দুর্গম কেওক্রাডং এলাকায় র‍্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে মোট চারটি পপি ক্ষেত ধ্বংস করে।

বিজ্ঞাপন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় প্রায় ৬০ কেজি পপির রস বা আফিম।

অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, রুমার একটি দুর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে রুমা সদর থেকে ২০ কিলোমটার দূরে কেওক্রাডং-এর আশপাশের কয়েকটি গভীর জঙ্গল ও পাহাড়ি ঝিরিতে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৭ একরেরও বেশি এলাকা জুড়ে চারটি পপি ক্ষেতের খোঁজ পাওয়া যায়। পরে তা ধ্বংস করা হয়।

মশিউর রহমান বলেন, নিষিদ্ধ এসব পপি দেশের বাইরে পাচারের জন্য চাষ করা হয়। প্রায় ৭ একর এলাকাজুড়ে এসব ক্ষেত থেকে ৬০ কেজির পপির রস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই এলাকায় কাউকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসব ক্ষেতের মালিককে খোঁজা হচ্ছে জানিয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক বলেন, মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।

সারাবাংলা/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন