Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরণ অনশনের আল্টিমেটাম প্রাথমিক শিক্ষকদের


৮ ডিসেম্বর ২০১৭ ১৪:২৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৩২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ে বেতনক্রমে তিন ধাপ পিছিয়ে সহকারী শিক্ষকেরা। প্রায় ১২ বছর ধরে বেতনধাপের এই বৈষম্য চলে আসছে অভিযোগ করে  আন্দোলনে নেমেছে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনধাপ একই রাখতে ২২ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা। এরইমধ্যে দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক মহাজোট এ ঘোষণা দেয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উজ্জল রায় বলেন, ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন একই ছিল। এরপর নানা ধাপে বেতন বৈষম্য শুরু হয়।  ২০০৬ সাল পর্যন্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকের তুলনায় দুইধাপ পিছিয়ে ছিল। ২০১৪ সাল থেকে সহকারী শিক্ষকেরা বেতনক্রমে তিন ধাপ পিছিয়ে।

তিনি জানান, ২০১৫ সালে ঘোষিত ৮ম জাতীয় পে স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১ তম গ্রেডে বেতন পাচ্ছেন এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪ তম গ্রেডে বেতন পাচ্ছেন আর প্রশিক্ষণছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৫ তম।

তিনি বলেন, এ বৈষম্য চরম দুঃখজনক এবং লজ্জাজনক।

এ সময় সংগঠনের পক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আক্তার। তিনি বলেন, আমাদের একদফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় দেশব্যপী সকল জেলায় সংবাদ সম্মেলন করা হবে। ২২ ডিসেম্বররের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার মন্ডল প্রমুখ।

এমএমএইচ/টিএম/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর