বিজ্ঞাপন

৮ ফেব্রুয়ারি থেকে খেয়াল উৎসব

January 27, 2020 | 9:31 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

চ্যানেল আই-এর আয়োজনে প্রতি বছরের মত উচ্চাঙ্গ সঙ্গীতের মহাযজ্ঞের আসর ৭ম ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ ফেব্রুয়ারি থেকে।

বিজ্ঞাপন

এ উৎসবের বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলা খেয়াল উৎসবের অন্যতম উদ্যোক্তা, সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। তিনি বলেন, ‘ওইদিন বিকেল ৫টা থেকে উৎসব শুরু হয়ে একটানা চলবে ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত’। তিনি আরো বলেন, ‘সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। এই সঙ্গীতের প্রসারে নিরলস কাজ করছে চ্যানেল আই। আগে খেয়াল শোনার মানুষ ছিলনা। কিন্তু চ্যানেল আই-এর এ উদ্যোগের ফলে বাংলা খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। উৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যানেল আই সংস্কৃতির বিভিন্ন অংশ প্রসারে কাজ করে চলেছে। ২০১৪ সাল থেকে আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। ছোটবেলায় যখন উচ্চাঙ্গ সংগীত টেলিভিশনে দেখতাম, তখন সেভাবে আগ্রহ পেতাম না। কিন্তু এখন সময় পাল্টেছে। সুন্দরভাবে খেয়াল বা উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশিত হচ্ছে। ফলে এ খেয়ালের প্রতি দর্শক-শ্রোতা বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সঙ্গীত ব্যক্তিত্ব করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ, নাশিদ কামাল প্রমুখ। চ্যানেল আই-এর ছাদ বারান্দায় অনুষ্ঠিতব্য উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে। উৎসবে অংশ নেবেন সারাদেশ থেকে আগত বিভিন্ন বয়সের শিল্পীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন