বিজ্ঞাপন

৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অস্ত্র প্রদর্শন ও বহনে নিষেধাজ্ঞা

January 27, 2020 | 9:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ৩০ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত লাইসেন্সধারী সবধরনের অস্ত্র প্রদর্শন ও বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক আদেশে এই সিদ্ধান্ত জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল জলিলের সই করা আদেশে বলা হয়েছে, ‘১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ৩০ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ কর্তৃক আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’

কেউ এই আদেশ অমান্য করলে দ্যা আর্মস অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন