বিজ্ঞাপন

বায়ু দূষণের অপরাধে সাত বাস মালিককে জরিমানা

January 28, 2020 | 10:03 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বায়ু দূষণের অপরাধে রাজধানী ঢাকায় সাতটি বাসের মালিককে জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বি‌কেলে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন পরি‌বেশ অধিদফতরের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মাকসুদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ঢাকা মহানগর প‌রি‌বেশ অধিদফতরের সহকারী প‌রিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে শেরেবাংলা নগর থানার পু‌লিশের মোবাইল টিম।

অভিযানে একটি স্টাফ বাস, গাবতলী লিংক, সেপটি পরিবহন, লাব্বাইক পরিবহন, বেস্ট পরিবহন, প্রত্যেকটিকে দেড় হাজার টাকা, গাবতলী লিংকের আরেকটি বাস মালিককে ২ হাজার টাকা এবং হানিফ পরিবহনের একটি বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মাকসুদুল ইসলাম বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো ধোঁয়া নির্গত হলে জরিমানাসহ শাস্তিযোগ্য অপরাধ। আজ আগারগাঁও এলাকায় সাতটি বাসের কালো ধোঁয়া নিঃসরণের মাত্রা পরিমাপ করা হয়। নিঃসরণের পরিমাণ সর্বনিম্ন গ্রহণযোগ্য ৬০ একক হলেও অভিযানে সর্বনিম্ন ৮৮ একক এবং সর্বোচ্চ ১০০ একক ক্ষতিকর ধোঁয়া নিঃসরণের প্রমাণ পাওয়ায় গেছে।

সারাবাংলা/জেআর/এটি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন