বিজ্ঞাপন

পথশিশুদের কান্নার ডাকে ফুটপাতে জামাল ভূঁইয়া

January 29, 2020 | 7:40 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: শীত প্রকোপ কমছে না। পথশিশুসহ রাস্তার ফুটপাতে অস্থায়ীভাবে বাস করা মানুষদের কষ্ট বাড়ছে। মানবেতর জীবন কাটানো এসব অসহায় মানুষের শীতের আর্তনাদ কাঁদিয়েছে দেশের জাতীয় ফুটবল দলের পোস্টার বয় জামাল ভূঁইয়াকে। শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে দেশের অধিনায়ক।

বিজ্ঞাপন

মঙ্গলবার মধ্যরাতে ঢাকার বিভিন্ন অঞ্চলে গিয়ে শীতবস্ত্র দিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন জামাল ভূঁইয়া।

এ নিয়ে জামাল তার অনুভূতির কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক এমনকি অসংখ্য শিশু কিশোর শহরের ফুটপাতে রাত্রি যাপন করে থাকে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে।’

‘দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে এমনকি নানা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে বাধ্য হয়।’

বিজ্ঞাপন

বিষয়টি কয়েকদিন ধরে জামাল ভূঁইয়াকে পোরাচ্ছে বলে জানান তিনি, ‘কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার। তাই গতরাত ২টার সময় আমি কিছু কম্বল নিয়ে ঢাকার বেশ কিছু স্থানে যাই তাদের পাশে দাঁড়াতে। আসলে, আরো আগেই এমন কিছু করতে চেয়েছিলাম তবে দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি।’

ভবিষ্যতে সবসময় শীতার্তদের পাশে দাঁড়াবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন