বিজ্ঞাপন

ভোট গ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে: ডিএমপি কমিশনার

January 30, 2020 | 6:53 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দুই সিটির ভোট গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপত্তার সঙ্গে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য ঢাকা মহানগর পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকাবাসী পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপত্তার সঙ্গে যাতে বাসায় ফিরতে পারে সে ব্যবস্থা পুলিশ নিয়েছে। নির্বাচন আনন্দমুখর পরিবেশে হবে এবং সব নাগরিক নিরাপত্তা পাবে।’

পুলিশ জাল ভোট ঠেকাবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘পুলিশ জাল ভোট দেয় না। জাল ভোট ঠেকানোর কাজও পুলিশের না। এটি নির্বাচন কমিশনের কাজ। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া।’

‘ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী বলেছেন, বিএনপি বাইরে থেকে লোকজন ঢাকায় এনেছেন। তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ডিএমপিও কি তাই মনে করছে‘- জানতে চাইলে কমিশনার বলেন, ‘ভোট এবং নানান কারণে ঢাকার বাইরে থেকে লোকজন এসেছে। আমরা তথ্য সংগ্রহ করছি। সেগুলো যাচাই বাছাই করে অভিযান অব্যাহত রয়েছে। আমরা কোনো অপরাধীদের ছাড় দেবো না। জঙ্গি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

বিএনপির দাবি বিশেষ অভিযানের নামে তাদের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘এমন অভিযোগ সত্য নয়। আমরা কোনো বিশেষ অভিযান চালাচ্ছি না। সঠিক তথ্য পেয়েই অভিযান চালানো হচ্ছে। আমরা গণ অভিযান চালিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে চাই না।’

সারাবাংলা/ইউজে/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন