বিজ্ঞাপন

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ: সেই বেলুন বিক্রেতার জবানবন্দি

January 30, 2020 | 8:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বেলুন বিক্রেতা আবু সাঈদ (৩০) দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আসামি সাঈদকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার দাস। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তিন শিশু ও মোট পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও তিনজন। এ ঘটনায় আহত হন অন্তত ১৪ জন।

বিজ্ঞাপন

ঘটনার দিনগত রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন