বিজ্ঞাপন

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ফারজানা-নিগারের এশিয়া কাপের সেঞ্চুরি

January 31, 2020 | 10:34 am

স্পোর্টস ডেস্ক

নেপাল অনুষ্ঠিত ১৩ তম সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ফারজানা হক এবং নিগার সুলতানা। কিন্তু এই সেঞ্চুরি দুটিকে আন্তর্জাতিক মর্যাদা দিতে অস্বীকৃতি জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু অনেক আলোচনার পর অবশেষে এই জোড়া সেঞ্চুরিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

বাংলাদেশের দলটি নিয়ে গুঞ্জন উঠেছিলো, জাতীয় দলের আদলে বাংলাদেশ এসএ গেমসে পাঠিয়ে তাদের ইমার্জিং দল। যার ফলে সেঞ্চুরি দুটিকে আন্তর্জাতিক মর্যাদা দিতে অস্বীকৃতি জানায় আইসিসি।

কিন্তু শেষ পর্যন্ত সব কিছু বিচার বিবেচনা করে সেঞ্চুরি দুটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের অভিভাবক এই সংস্থাটি। ফলে আন্তর্জাতিক টি-২০ তে এখন থেকে ফারজানা হক এবং নিগার সুলতানার নামের পাশে শত রানের ইনিংসের দেখা মিলবে।

মালদ্বীপের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন নিগার। আর ৫৩ বলে ২০টি চারের সাহায্যে ১১০ রান করেন ফারজানা। এই দুই জনের ব্যাটে ভর করে ২৫৬ রানের পাহাড়সম পুঁজি পেয়েছিল টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন