বিজ্ঞাপন

চীন ফেরত বিদেশিদের অস্ট্রেলিয়ায় ঢুকতে নিষেধাজ্ঞা

February 1, 2020 | 2:42 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় চীন ফেরত বিদেশিদের অস্ট্রেলিয়ায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

স্কট মরিসন আরও জানিয়েছে, চীন ভ্রমণের ব্যাপারে অস্ট্রেলিয়ার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া চীনে ভ্রমণ না করাই ভালো বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা ইতোমধ্যেই ব্যাপাক পদক্ষেপ নিয়েছি। অস্ট্রেলিয়ার নাগরিকরা নির্বিঘ্নে তাদের প্রাত্যহিক কার্যক্রম চালাতে পারেন।

এদিকে, নতুন ভ্রমন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে যারা সরাসরি কিংবা কানেক্টিং ফ্লাইটেও চীন ভ্রমণ করেছেন তাদের সবাইকে সমগ্র অস্ট্রেলিয়ায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হলো।

বিজ্ঞাপন

এছাড়াও, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার যেসব নাগরিক দেশে ফিরেছেন তাদেরকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ার কানটাস এয়ারওয়েজ এবং এয়ার নিউজিল্যান্ড চীনের সঙ্গে তাদের সরাসরি ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন