বিজ্ঞাপন

‘বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮২’

February 3, 2020 | 6:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সংসদ ভবন থেকে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্যপদের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮২। এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।

মন্ত্রী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদগুলোতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর সময়ে ৩৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে এবং ৩৯তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ৪ হাজার ৬১১ জন কর্মকর্তাকে স্বাস্থ্য ক্যাডারে, সব মিলিয়ে ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া ৪০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী সংসদে আর জানান, সরকারি অফিসগুলোর চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের দ্বিতীয় শ্রেণির শুন্যপদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩-২০ গ্রেডের তৃতীয় ও চতুর্থ পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দফতর-সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ দফতর ও সংস্থায় নিয়োগ করে থাকে।’

তিনি বলেন, ‘২০১৯ সালে ৩০ ডিসেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দফতরে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি প্রদান করা হয়েছে। এ সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের নবম থেকে ২০তম গ্রেডে সব মিলিয়ে ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়েছে।’

তিনি বলেন, ‘আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতির যোগ্য প্রার্থী না পাওয়ার কিছু শুন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন