বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫ হাজার শিক্ষার্থী

February 3, 2020 | 8:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫ হাজার ৪৪৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় ঢাকা বোর্ডের ১ হাজার ৮২৫জন, চট্টগ্রাম বোর্ডে ৪০০ জন, রাজশাহী বোর্ডে ৬৫৩ জন, বরিশাল বোর্ডের ৩৫৪ জন, সিলেট বোর্ডের ৩৫৮ জন, দিনাজপুর বোর্ডের ৪৭০ জন, কুমিল্লা বোর্ডের ৪৯৯ জন, যশোর বোর্ডের ৫৩৬ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া এদিন, চট্টগ্রাম বোর্ডের ২ জন, বরিশাল বোর্ডের ১জন, দিনাজপুর বোর্ডে ১জন ও যশোর বোর্ডে ১জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

সারাবাংলা/টিএস/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন