বিজ্ঞাপন

১২ হলে মুক্তি পাচ্ছে ভিন্ন গল্পের ছবি ‘গণ্ডি’

February 6, 2020 | 1:32 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ছবি গণ্ডি। রাজধানীর ৫টি সহ দেশের ১২টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

বিজ্ঞাপন

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলি, মধুমিতা, বলাকা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, খুলনার লিবার্টি, সিলেটের নন্দিতা, বগুড়ার সোনিয়া, ফরিদপুরের বনলতা, কক্সবাজারের স্টার সিনেপ্লেক্স এবং স্টার সিনেপ্লেক্স নারায়নগঞ্জে মুক্তি পাচ্ছে গণ্ডি।

বক্তব্যধর্মী ‘গণ্ডি’ ছবির কাহিনী ৬৫ বছর বয়সী অবসর নেওয়া এক পুরুষ আর ৫৫ বছরের একজন একাকী নারীর জীবনের গল্প নিয়ে। মূলত তাদের দুজনের মধ্যকার বন্ধুত্ব নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেটিই ছবির মূল উপজীব্য।

গণ্ডি’র মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়া আরও আছেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে।

বিজ্ঞাপন

গণ্ডি ছবির প্রযোজক গড়াই ফিল্মস। ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। এটি তার দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি ‘ভুবন মাঝি’ বেশ প্রশংসিত হয়।

সারাবাংলা/পিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন