বিজ্ঞাপন

পেঁয়াজের বাজারে প্রভাব ফেলবে না করোনাভাইরাস: বাণিজ্যমন্ত্রী

February 6, 2020 | 6:22 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চীনে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করা হলেও দেশের পেঁয়াজের বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পেঁয়াজ চীন থেকে আমদানি করা হয়। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে বর্তমানে পর্যাপ্ত রয়েছে। এ করোনা পরিস্থিতি পেঁয়াজের ওপর কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন- চীনা বাণিজ্য সরকারের গভীর পর্যবেক্ষণে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

চলমান পরিস্থিতিতে কেউ যেন বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে বিষয়েও বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে বলে জানান টিপু মুনশি। তিনি বলেন, পেঁয়াজ নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া হবে। আশা করি, আগামীতে এ ধরনের কোনো সমস্যা হবে না।

মন্ত্রী আরও বলেন, পেঁয়াজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পেঁয়াজ আমদানির ওপর নির্ভরশীল না থেকে চাহিদা অনুযায়ী উৎপাদন করে এ সমস্যার সমাধান করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফাইল ছবি

সারাবাংলা/ইএইচটি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন