বিজ্ঞাপন

শিল্পকলায় বিকেলে আড্ডা, চা-চক্র ও নাট্যপ্রদর্শনী

February 7, 2020 | 9:30 am

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

সেলিম মোজাহার’র পালানাট ‘মহাস্থান দ্য গ্রেটল্যান্ড’ এর মূল নাটলিপির প্রকাশ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে এক আলোচনা, আড্ডা, চা-চক্র ও নাট্যপ্রদর্শনীর। নাট্যদল অনুস্বর’র সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজক ‘বাতিঘর’।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে বিকাল ৪টায় শুরু হবে মূল আলোচনা। বিষয়- ‘ব্র্যান্ডিং দ্য গ্রেট ল্যান্ড এবং জাতীয়তাবাদী গোলকধাঁধা’। আলোচনাসূত্র- নিউলিবারালিজম, গ্লোবালাইজেশন, গ্লোবাল মাইগ্রেশন, এনআরসি-ভিসা-পাসপোর্ট। আর এতে অংশ নেবেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যজনেরা। আলোচনা শেষে সন্ধ্যা ৬টায় চিলেকোঠায় বসবে আড্ডা, সঙ্গে চা-চক্র।

বিজ্ঞাপন

এরপর সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসু’র গল্প অবলম্বনে নাট্যদল অনুস্বর’র প্রথম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।

সারাবাংলা/এএসজি

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন